সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য নেই


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ মার্চ ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য করার অবকাশ নেই। সবাই শিক্ষা কার্যক্রমে অবদান রাখছে। উভয় ধারার শিক্ষার্থীরাই আমাদের সন্তান। সরকার তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। তবে আমাদের অবশ্যই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। আর এ ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে।

মঙ্গলবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর খড়গড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনকি বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তৈরি হতে হবে। গতানুগতিক শিক্ষার মাধ্যমে এটা সম্ভব না। এজন্য প্রয়োজন যুগপোযোগী আধুনিক শিক্ষা। যে শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শুধু পরীক্ষায় পাশ করলে হবে না। আমাদের দেশের সমস্যার সমাধান বাইরের কেউ করে দেবে না। এজন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদেরই জ্ঞান সৃজন করতে হবে, গবেষণা করতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ পরিবর্তন আনার জন্যে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি ছিল। আর এ কারণে সব ধরনের মানুষের মতামত নিয়ে আমরা নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে সক্ষম হয়েছি। আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছি। শিক্ষকদের সে আঙ্গিকে ট্রেনিং দেয়া হচ্ছে।

মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বলেছিলো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে মাদরাসা শিক্ষা থাকবে না। কিন্তু আমরা নতুন আরো ৩১টি মাদরাসা অনুমোদন দিয়েছি। সেই সঙ্গে স্কুল-মাদরাসা শিক্ষকদের বেতন কাঠামোতেও কোননো বৈষম্য রাখিনি।

প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জ্ঞান সৃষ্টি, জ্ঞান অনুসন্ধান, সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবেন। আর যদি তারা সেটা করতে না পারে তাহলে আমরা কেন এখানে অর্থ দিব। তাহলে তো কলেজই ভালো।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা প্রফেসর এম সাইদুর রহমান খান, সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দি প্রমুখ।

রাশেদ রিন্টু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।