সিলেটে নিরুত্তাপ হরতাল
সিলেটে জনজীবনে কোনো প্রভাব ফেলেনি জামায়াতের নিরুত্তাপ হরতাল। সকাল থেকেই নগরে রিকশা অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহন ও জনসমাগম।
এদিকে সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার অনেক বাস ছেড়ে যেতে দেখা গেছে। নিয়মিত রুটিন অনুযায়ী ছেড়ে গেছে বিভিন্ন রুটের ট্রেনও।
বুধবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহানগরের কোথাও কোনো ধরনের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি জামায়াতের নেতাকর্মীদের।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে জানান, নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশপাশি নগরজুড়ে টহল দিচ্ছে পুলিশের ভ্রাম্যমাণ দল।
তিনি জানান, পুলিশের পাশপাশি টহল দিচ্ছেন র্যাব সদস্যরাও। কোথাও নাশকতা বা জামায়াত-শিবিরের মিছিল-পিকেটিং করতে দেখা যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর পরই জামায়াতে ইসলামী হরতালের ডাক দেয়।
ছামির মাহমুদ/এসএস/এমএস