টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখার সময় ১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬০ রান।
গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানে পরাজিত করে জিম্বাবুয়ে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১৪ রানে হারায় করে আফগানিস্তান। ফলে দু`দলেরই পয়েন্ট সমান সমান। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আগামীকালের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে জিম্বাবুয়েকে।
আর প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই স্কটল্যান্ডের সামনে।
এমআর/পিআর