আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নেই


প্রকাশিত: ১১:২৭ এএম, ১০ মার্চ ২০১৬

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নেই। সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই লক্ষ্যে সরকার নতুন নতুন শিক্ষা অবকাঠামো গড়ে তুলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। আর মেয়েদের উপ-বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাই মেয়েদের আরো বেশি শিক্ষিত হতে হবে এবং দেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে স্ত্রীর নামের শেষ অংশে যেমন স্বামীর নাম দেখা যায়, তেমনি ভবিষ্যতেও স্বামীর নামের শেষে স্ত্রীর নাম দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বর্তমানে নিম্নমধ্যম আয়ের দেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলবে। সেখানে শিক্ষার হার বৃদ্ধি পাবে, নারী-পুরুষ সামনে সমান এগিয়ে যাবে এবং দেশ প্রযুক্তিতে এগিয়ে যাবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হা-মীম গ্রুপের উপদেষ্টা সায়মা আজাদ, অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবিএম তারিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ।
 
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।