খিলগাঁওয়ে পুলিশের গুলিতে ডিশ ব্যবসায়ী আহত
রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার এএসআই শামীমের গুলিতে আল আমিন নামে এক ডিশ ব্যবসায়ী আহত হয়েছে। এ ঘটনায় শামীমকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ডিশ ব্যবসার বিল পরিশোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। বংশালের ওই এএসআইকে আটক করা হয়েছে।
আহত ডিশ ব্যবসায়ীকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটে গুলিবিদ্ধ হন তিনি।
জেইউ/জেএইচ/এবিএস