শিক্ষার্থী ভিসা নীতিতে পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র
শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শিক্ষার্থীদের ভিসার নিয়ম-নীতিতে কিছু পরিবর্তন এনেছে মার্কিন সরকার। শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট পরিবর্তিত নতুন এ ভিসা নীতি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা পড়াশুনা শেষে তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। সম্ভাব্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এ তিন বছর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার জন্য লটারি অনুষ্ঠিত হয়। যা এইচ-ওয়ান বি নামে পরিচিত। এর আগে যুক্তরাষ্ট্র সরকার বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে পরিবর্তন আনে। সেসময় এইচ-ওয়ান বি (অ-অভিবাসী) ভিসাধারীদের কাজের অনুমতি দেয়া হয়।
আগের নীতিতে বলা হয়েছিল, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে ডিগ্রি পাওয়া এফ-ওয়ান শিক্ষার্থী ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে অতিরিক্ত প্রায় দেড় বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পাবেন।
১৭ মাস কার্যকর থাকার পর সেই নীতিতে আবারো পরিবর্তন এনেছে দেশটির সরকার। যা চলতি বছরের ১০ মে পর্যন্ত কার্যকর থাকবে। নতুন এ নীতির ফলে দেশটিতে অবস্থানকারী সদ্য স্নাতক শেষ করা মেধাবী ও দক্ষ শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।
বর্তমানে অভিবাসী নীতির সংস্কার ও বেকার সমস্যা দেশটির গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এরমাঝেই শিক্ষার্থী ভিসা নীতির পরিবর্তন নিয়ে দেশের ভেতরে নানা ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে।
এসআইএস/আরআইপি