রাজাকারের সন্তানকে মনোনয়ন না দিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কোনো রাজাকারের সন্তানকে আ.লীগের মনোনয়ন না দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত জেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজাকারের সন্তানরা যেন আওয়ামী লীগের মনোনয়ন না পায়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন রাজাকারের সন্তানকে ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন দেয়া হয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা অবিলম্বে এসব রাজাকার সন্তানদের মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকে কোনো রাজাকারের সন্তানকে ক্ষমতায় বসতে দেয়া হবে না।
এসময় বক্তারা বিজয়নগর উপজেলার একটি সড়কের নাম রাজাকার দেলোয়ার হোসেনের নাম বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ করারও দাবি জানান।
বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সার্জেন্ট (অব.) তারা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুণ অর রশীদ, যুদ্ধকালীন পৌর কমান্ডার আবদুল বাছির, আখাউড়া উপজেলা কমান্ডার আবু সাহেদ প্রমুখ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকার তাজুল ইসলাম ওরফে তাইজুদ্দিনের ছেলে ফারুক মিয়াকে আ.লীগের মনোনয়ন দেয়া হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এফএ/আরআইপি