স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদার বৈঠক বৃহস্পতিবার
আসন্ন কাউন্সিলকে সামনে রেখে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আসন্ন ষষ্ঠ কাউন্সিলকে কেন্দ্র করে ডাকা বৈঠকটি বর্তমান কমিটির শেষ বৈঠক। ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলে নবগঠিত স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।
বৈঠকে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্রের সংশোধনীগুলো অনুমোদন ও কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এমএম/এআরএস/আরআইপি