ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩০তম আসর
‘ফোবানার অঙ্গীকার বাঙালির অংহকার’ এই স্লোগান নিয়ে ওয়াশিংটনের অদূরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের পাশেই শেরাটন পেন্টাগন সিটি হোটেলে ফোবানার ৩০তম আসর অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার (বাগডিসি) নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ৩০তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে নেয়া হয়েছে নানা কর্মসূচি। ওয়াশিংটনবাসীকে ঐক্যবদ্ধ ফোবানার ছায়াতলে নিয়ে এসে একটি সফল ফোবানা সম্মেলন উপহার দেয়ার জন্য নেয়া হয়েছে সর্বাত্মক উদ্যেগ।
ওয়াশিংটনের বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট (আবেয়া), ধ্রুপদ, একতারা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি, বিসিসিডিআই (বাংলাস্কুল), প্রিয় বাংলা সহ আরো অনেক সংগঠন এই ৩০তম ফোবানার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ থেকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে সাইন্স ফেয়ার ইয়ুথ ফোরাম কাব্য জলসা, প্যারেড, ম্যারাথন সেমিনার চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।
লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ ও এনটিভি প্রতিনিধি আবির আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই ৩০তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, কনভেনার এটিএম আলম, সদস্য সচিব নুরুল আমিন, প্রধান সমন্বয়ক করিম সালাউদ্দীন, ফাইন্যান্স কমিটির কো-চেয়ার গোলাম মোস্তফা, উপদেষ্টা রাশেদুল ইসলাম খান ও সাংবাদিক হারুন চৌধুরী।
ফোবানা এক্সিকিউটিভর চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুনের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন ফোবানার প্রতিষ্ঠাতাদের অন্যতম নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, নির্বাহী চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, বিদায়ী চেয়ারম্যান মীর চৌধুরী, ইয়ুথ কমিটির চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, ফোবানার নির্বাহী সদস্য বেদারুল ইসলাম বাবলা, হোস্ট কমিটির সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, কনভেনর এটিএম আলম, কো-কনভেনর তোয়ায়েল আহমেদ এবং আকতার হোসেন, মেম্বার সেক্রেটারি নুরুল আমিন, উপদেষ্টা হারুন চৌধুরী, প্রধান সমন্বয়কারী হাজী করিম সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তর আমেরিকার সংগঠনকে একটি পতাকা তলে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে ১৯৮৭ সালে ওয়াশিংটনে ফোবানার যাত্রা শুরু হয়েছিল। ৩০ বছর পর আবারো সেই ওয়াশিংটনের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩০তম সম্মেলন।
বিএ