২০৮টি নির্বাচনী সহিংসতায় নিহত ৭ : আইজিপি


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২০ মার্চ ২০১৬

সারাদেশে ইউপি নির্বাচন পূর্ববর্তী মোট ২০৮টি সহিংসতারর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত সাতজনের প্রাণহানি ঘটেছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার পুলিশ হেড কোয়ার্টার্সে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
আইজিপি বলেন, ছোট বড় এসব সহিংসতার ঘটনায় ১৪৩ মামলা ৫৫টি সাধারণ ডায়েরী (জিডি) নিয়েছে পুলিশ।
 
সরকারদলীয় প্রার্থীদের কোন ধরণের ছাড় দেয়া হচ্ছে না উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন পূর্ববর্তী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সরকারদলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘অভিযোগ আপনাদের কাছে আসলে হবে না। আমাদের কাছে অভিযোগ দেন। আমরা অ্যাকশন নেব।
 
বিভিন্ন প্রার্থীকে হয়রানিমূলক মামলা দেয়ার  বিষয়ে পুলিশ প্রধান বলেন, ‘কারো কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বলবেন। ঢালাওভাবে বললে হবে না।’

সংবাদ সম্মেলনে আইজিপি নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী নিরাপত্তার বিষয়ে পুলিশের কার্যক্রমগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।