গ্রাহকদের নিয়ে কার্টুন নেটওয়ার্কের নৈশভোজ


প্রকাশিত: ১০:০৭ এএম, ২০ মার্চ ২০১৬

বাংলাদেশে কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) ও ওয়ার্নার ব্রাদার্সের (ডব্লিউবি) অনুমোদিত প্রতিনিধি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি নতুন লাইসেন্সপ্রাপ্ত বা সনদধারীদের নিয়ে ওয়েস্টিন ঢাকা হোটেলে এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে।

টার্নার ব্রডকাস্টিং অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত এজেন্ট বা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১২ সাল থেকে বাংলাদেশের বাজারে কাজ করে আসছে।

অনুষ্ঠানটি ছিল মূলত পারস্পরিক মতবিনিময়-ভিত্তিক। এতে এ দেশের প্রেক্ষাপটে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাটা বাংলাদেশ ও পারফেট্টি ভ্যান মেলে­, বাংলাদেশের মতো বর্তমান গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার কথা জানার বিষয়ে জোর দেয়া হয়।

এ ছাড়া সম্ভাবনাময় গ্রাহক এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিত্বকারী আইপি প্রফেশনাল বা পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু দাউদ খান অনুষ্ঠানে বলেন, আমরা জানি, নতুন লাইসেন্স বা সনদ প্রদানের ফলে স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর সামনে নতুন গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করবে এবং ব্যবসায়িক পরিমণ্ডলে তাদের যোগাযোগ বাড়াবে।

টার্নার ব্রডকাস্টিং এশিয়া-প্যাসিফিকের বিপণন পরিচালক (দক্ষিণ এশিয়া অঞ্চল) আনন্দ সিং বলেন, বাংলাদেশে ইনট্যালেকচুয়াল প্রোপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্রমাগতভাবে বাড়ছে। এদেশে ব্যবসা শুরুর প্রথম দুই বছরে আমরা ধারাবাহিকভাবে বেশ অগ্রগতি অর্জন করেছি।

পারফেট্টি ভ্যান মেলে­, বাংলাদেশ; বাটা বাংলাদেশ ও বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড সম্প্রতি টার্নারের সঙ্গে যথাক্রমে এক, দুই ও আড়াই বছর মেয়াদি তিনটি আলাদা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী পারফেট্টি, বাটা ও বেঙ্গল পলিমার তাদের প্রমোশনাল ক্যাম্পেইনসহ বিভিন্ন ধরনের জুতা ও প্লাস্টিক পণ্য তৈরিতে ডিজাইন বা নকশা হিসেবে কার্টুন নেটওয়ার্ক ও ওয়ার্নার ব্রাদার্সের পোর্টফলিও থেকে নানা ধরনের কার্টুন ক্যারেক্টার বা চরিত্র ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিপ্তান কানহাসিরি ও রিটেইল ম্যানেজার সিন কী লী, টার্নার ব্রডকাস্টিংয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিপণন পরিচালক আনন্দ সিং, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও আবু দাউদ খান, ইনট্যালেকচ্যুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েমন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মো. আজিজুর রহমান এফসিএস এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।