রাবিতে স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হরি প্রসাদ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ ভক্তিপ্রদানন্দজী মহারাজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, শ্রীরামকৃষ্ণ আশ্রম রাজশাহীর সভাপতি অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল রঞ্জন বিশ্বাস। আলোচনা সভায় বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের আদর্শ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করে। ভাষা বিভাগের অধ্যাপক বিপুল কুমার বিশ্বাসকে আহ্বায়ক এবং অসিম কুমার রায়কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
রাশেদ রিন্টু/এআরএ/পিআর