নৌকার পালে ঝড়ো হাওয়া


প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২২ মার্চ ২০১৬

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিশেষ হিসেব কষেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে।

যেই কথা সেই কাজ। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের যেন জয়জয়কর। পৌরসভার পর এমন জয়ের ডালায় ইউনিয়ন পরিষদের ফলাফলে আওয়ামী লীগের যেন ষোলা কলা পূর্ণ। সারাদেশেই নৌকা প্রতীকের অভাবনীয় সাফল্য। নৌকার পালে যেন আনন্দের বাতাস বইছে।

নির্বাচনে ফলাফলে আওয়ামী লীগের বিপরীতে ন্যূনতম দূরত্বেও নেই বিরোধীপক্ষ বিএনপি। সর্বশেষ প্রাপ্ত ৪৭৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে ৩শ ৬২ জয়ী হয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন ৩৭ জন। অন্যান্য দল, দলেরগুলোর বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী মিলে পেয়েছেন জয়ী হয়েছেন ৭৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে। এসব সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। কারচুপি, জালভোট, ব্যালেট ছিনতাইসহ ব্যাপক অনিয়েমের জন্ম দিয়েছে প্রথম দফার ইউপি নির্বাচন।

সহিংসতার ঘটনা ঘটলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের এমন ফলাফলে ব্যাপক উল্লাসিত। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই ফলাফল আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে চাঙ্গা করবে বলেই মত দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক পদ্ধতির ওপর ভর করে তথ্য সংগ্রহ করলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের সিদ্ধান্তকেই অধিক গুরুত্ব দিচ্ছেন। এ নিয়ে বিভাজন থাকলেও দল প্রধান শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের ওপরেই বেশি ভরসা করছেন।

এমন ভরসা করেই মঙ্গলবার প্রথম দফার ৭শ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনের আগেই বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

প্রার্থী বাচাই তৃণমূলের সিদ্ধান্তকে দলীয় প্রধানের পক্ষ থেকে অধিক গুরুত্ব দেয়ার কারণেই ফলাফল এমন ইতিবাচক বলে নেতাকর্মীদের বিশ্বাস।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এমন ফলাফলের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও মানুষ নৌকার পক্ষে জোয়ার এনেছে। আশা করছি পরের দফাগুলোয় ফলাফল আরো ভালো হবে।’

এএসএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।