লংকাবাংলা ফাইন্যান্স ও রোজ ভিউ হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৩ মার্চ ২০১৬

লংকাবাংলা ফাইন্যান্স ও রোজ ভিউ হোটেল, সিলেট এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। লংকাবাংলা ফাইন্যান্স এর ইভিপি ও হেড অফ রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং রোজ ভিউ হোটেল এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং এম.জেড.আই দালতন জাহির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে এখন থেকে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা রোজ ভিউ হোটেল থেকে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর মীর শফিকুল ইসলাম- হেড অফ ক্রেডিট কার্ড, ম্যানেজার খাজা ওয়াসিউল্লাহ, এক্সিকিউটিভ মার্চেন্ট রিলেসনশিপ হাবিবুর রহমান এবং রোজ ভিউ হোটেল এর সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) মো. মাসুম বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।