পেকুয়ায় আ.লীগ প্রার্থীর মিছিলে গুলিবর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৪ মার্চ ২০১৬

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ও ইউনিয়নের সাবেক তিন বার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. কামাল হোসেনের মিছিলে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার দিকে পেকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনার পর পরই পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যান।

ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাহাদুর শাহের সমর্থকরা এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তবে এটি অস্বীকার করেছেন বিএনপি নেতারা।
   
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. কামাল হোসেনের ছেলে রাশেদুল কবির অভিযোগ করেছেন, বুধবার সন্ধ্যায় তার বাবার সমর্থনে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের একটি বিশাল মিছিল পেকুয়া বাজারের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছিল। মিছিলটি বাজারে পৌঁছার পর বাহাদুর শাহ মার্কেটের ছাদের উপর থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা অতর্কিতে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

রাশেদুল কবির আরো জানান, নৌকা প্রতীকের গণজোয়ার দেখে বিএনপির প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর গুলিবর্ষণ করে আক্রমনের চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ তার বাবার নিরাপত্তার দাবি জানিয়েছেন।

তবে আওয়ামী লীগের প্রার্থীর মিছিলে গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

পেকুয়া সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাহাদুর শাহের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরী জানান, আওয়ামী লীগের প্রার্থীর মিছিলে বিএনপির কোনো কর্মী সমর্থক গুলিবর্ষণ করেনি। আওয়ামী লীগের প্রার্থীর মিছিলের সময় বিএনপির প্রার্থী বাহাদুর শাহ পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।