শিগগিরই রংপুরে আইটি পার্ক হবে : পলক
রংপুরে শিগগিরই আইটি পার্ক গড়ে তোলা হবে জানিয়েছেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ এর আঞ্চলিক পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দিনবদলের এই সরকার রংপুরকে ডিজিটাল নগরীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দ্রুত আইটি পার্ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে রংপুর শহরের শাহেবগঞ্জে আইটি পার্কের জন্য নয় একর জায়গা নেয়া হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মকে দেশে উচ্চ শিক্ষা নিয়ে আর বিদেশে পাড়ি জমাতে হবে না। এখানেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এর ফলে যুব সমাজ সন্ত্রাস-সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও নিজেদের তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মে আত্মনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র আলহাজ্ব মো. সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আওয়ামী লীগের রংপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. রেজাউল করিম রাজু প্রমুখ।
রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এআরএ/পিআর