‘রক্ত দিয়ে হলেও খালেদার ষড়যন্ত্র রুখবো’


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ মার্চ ২০১৬

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রক্ত দিয়ে হলেও বিএনপি নেত্রী বেগম খালদা জিয়ার ষড়যন্ত্র মোকাবিলা করবো।’

স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জাতীয় পতাকা মিছিলে অংশ নেয়ার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ মোকাবিলায় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ওই মিছিলের আয়োজন করে।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। রাজনীতি থেকে ছিটকে পড়েই তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তযুদ্ধ, শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করে খালেদা জিয়া যে অন্যায় করেছেন, এর জন্য জাতি তাকে কোনোদিন ক্ষমা করবে না। এ অপরাধের জন্য খালেদা জিয়ার এ দেশে একদিন বিচার হবেই।’

জঙ্গিবাদ গোটা বিশ্বের জন্য অভিশাপ উল্লেখ করে জাসদের এই নেতা বলেন, যারা ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করছে, মানুষ হত্যা করছে, তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না।

জাসদ সাধারণ সম্পাদক শিরিন আকতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

এএসএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।