স্বপ্ন পূরণ মিথুনের, ক্ষতি ধনুর
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) :
শূন্য পকেট টাকায় পূর্ণ হতে থাকবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় হারানো ব্যবসা ফিরে আসবে। বাড়ির ইলেক্ট্রনিক্স দ্রব্যাদি ও যানবাহনাদি মেরামতে শ্রম অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে):
বাণিজ্যিক ভ্রমণ ও বন্ধুত্ব লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার তথা সম্ভাব্য ক্ষেত্রে বুকের ধন ফিরে আসবে।
মিথুন (২১ মে-২০ জুন) :
পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইন্টারনেট প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা তথা বিদেশগমনের স্বপ্নসাধ পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) :
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের বিস্তার করা জাল ভেদ করে আপনি অনায়াসে মুক্ত হবেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) :
হাত বাড়ালেই ব্যর্থতা জেঁকে বসায় মন বিষণ্ন হয়ে থাকবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে। ব্যবসা-বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে থাকায় তা সামাল দিতে ঋণগ্রস্ত হয়ে পড়বেন। সন্তানদের সাফল্যে নিশ্চিত গৌরবান্বিত হবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
মনোবল জনবল অর্থবল ও পরাক্রম ক্রমশ বেড়ে উঠবে। যেদিকে হাত বাড়াবেন সেদিক থেকেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় শল্যচিকিৎসার প্রয়োজন পড়তে পারে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। গৃহবাড়ি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসমাগ্রীতে মুখর হয়ে থাকবে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
রাগ জেদ অহংকার পরিত্যাগ করুন নচেৎ অযাচিত ঝামেলায় ফেঁসে যাবেন। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বাণিজ্যিক সফর ও বন্ধুত্ব লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
ব্যবসা-বাণিজ্য ও কর্মে লাগাতার উন্নতি করে চলবেন। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যত্পরনাস্তি ক্ষতির সম্ভাবনা প্রবল।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত সময় পার করতে হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
চতুর্দিক থেকে উপহার ও উপঢৌকনাদি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ শুভ তথা সুদূরপ্রসারী হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয়ে ধন সম্পদ কানায় কানায় পূর্ণ করে দেবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন প্রসন্ন হয়ে থাকবে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের কলহ বিবাদের মীমাংসা হবে তথা তাদের সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।
আরএস/এমএস