রাবিপ্রবিতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম, পরিদর্শক মনিরুজ্জামান, বিভাগীয় কার্যালয়ের রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম সরকার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ ও ডা. মো. মাহফুজুল হক, রাঙ্গামাটি সরকারি কলেজের প্রভাষক সঞ্জয় দে ও এরফান শাহরিয়ারসহ বিশ্ববিদ্যালয়ের সব ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

রাবিপ্রবিতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আয়নুল ইসলাম ও সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিযোগিতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল বিজয়ী হয় এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ বিজিত দল হিসেবে নির্ধারিত হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের দলনেতা মো. নুরুল আলম।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।