‘মেধাবী’ প্রকল্পে ৫৪০ জবি শিক্ষার্থীর সাক্ষাৎকার শুরু ১৪ জুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৯:৩০ এএম, ০২ জুন ২০২৫

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৪ জুন থেকে শুরু হবে।

রোববার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনব্যাপী এই সাক্ষাৎকার পর্বে মোট ৫৪০ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিনে (১৪ জুন) ১ থেকে ২০০তম, দ্বিতীয় দিনে (১৫ জুন) ২০১ থেকে ৪০০তম এবং তৃতীয় দিনে (১৬ জুন) ৪০১ থেকে ৫৪০তম ক্রমিক নম্বরধারী আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত তারিখগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু থাকবে। সকাল ৯টা ১৫ মিনিটে এবং সকাল ১০টা ১৫ মিনিটে মোট দুটি বাস ছেড়ে যাবে।

এছাড়া যারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনো প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেননি, তাদের সাক্ষাৎকারের দিন হার্ডকপি সঙ্গে আনতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হার্ডকপি জমা না দিলে কাউকে সাক্ষাৎকারে অংশ নিতে দেওয়া হবে না।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসন সুবিধার জন্য আবেদনের নির্দেশ দেয়া হয়। সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে পরিচালিত এই প্রকল্পে আবাসনের পাশাপাশি থাকবে তিন বেলা পুষ্টিকর খাবার, আধুনিক কম্পিউটার ল্যাব, ভাষা প্রশিক্ষণ, নৈতিক শিক্ষা এবং ক্যারিয়ার উন্নয়ন কর্মশালার ব্যবস্থা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শিক্ষার্থীর জন্য প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। তবে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধাও রাখা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জাগো নিউজকে বলেন, ৫০০ সীটের বিপরীতে ৫৪০জন আবেদন করেছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন তিন ধাপে তাদের ভাইভা নেবে।

তৌফিক হোসেন/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।