রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অন্তত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৫ জুলাই ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে জেলা শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানায়, স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে আহত তৌহিদুল ইসলাম (২৩), আবরার বিন আমিন (২৩), মো. আজাদ (২৩), অর্জুন মণ্ডল তরুণ (২৪), ইভান আদনান ও দুর্জয় সরকারের নাম জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মো. রাকিব নামে স্থানীয় এক দোকানদারের বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হন। থানার কাছাকাছি এ ঘটনায় পুলিশ আহতদের উদ্ধার করে। পরে রাতে রাঙ্গামাটির কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত অন্তত ৮

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে হামলায় জড়িত ও হামলায় আহত দুপক্ষই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। রাত দেড়টা পর্যন্ত রাঙ্গামাটি কোতোয়ালি থানায় এনিয়ে দুপক্ষের লোকজনদের নিয়ে আলোচনা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনা নিয়ে তারা থানায় আসেন। রাতে জেলা বিএনপির সেক্রেটারিও আসেন। আমি এজাহার দিতে বলেছি, আইনগত প্রক্রিয়া আগানোর জন্য।

আরমান খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।