জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অর্থছাড় হলেই আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা, হিসাব জুলাই থেকে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৮ জুলাই ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম/ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের আবাসন ভাতার চিঠি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। চিঠি পাস হলেই আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। তবে জুলাই মাস হিসাব করে ভাতা পাবেন তারা।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি সম্পর্কিত এক সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আবাসন বৃত্তির নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। জুলাই মাস থেকে হিসাব করে শিক্ষার্থীরা এই বৃত্তির টাকা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অর্থছাড় হবে এবং বৃত্তি কার্যকর হবে।

গত ১২ জানুয়ারি আবাসন ভাতাসহ তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশন করেন শিক্ষার্থীরা। পরে ১৪ মে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দেয় জবির সকল সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবি ঐক্য। যমুনায় শিক্ষার্থীদের তিনদিন অবস্থানের পর দাবি মেনে নেয় সরকার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৭০ শতাংশ শিক্ষার্থীকে মাসে তিন হাজার টাকা করে আবাসন বৃত্তি দেওয়া হবে।

টিএইচকিউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।