পাবিপ্রবি

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষককে স্থায়ী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৮ জুলাই ২০২৫
সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকের নাম সুব্রত কুমার বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ডে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুব্রত কুমার বিশ্বাসের সঙ্গে সমাজকর্ম বিভাগের স্নাতোকোত্তরের এক ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাসে তারা শারীরিক সম্পর্কে জড়ান। পরে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সুব্রত কুমার। এ ঘটনায় গত বছরের ২২ সেপ্টেম্বর সুব্রত কুমারের বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যানের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়। ৯ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিতে রেজিস্ট্রারের কাছে চিঠি দেয় কমিটি।

পরে এ নিয়ে উচ্চতর তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল। তদন্তে তারা অভিযোগের সত্যতা পান। এরপর সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন তারা।

এ বিষয়ে জানতে সুব্রত কুমার বিশ্বাসের ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, ‘রিজেন্ট বোর্ডে এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত আইন অনুযায়ী হয়েছে।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।