অর্ককে বাঁচাতে ৩১ লাখ টাকা সংগ্রহ


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৬ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

আবারো মানবতার জয় হয়েছে। অর্কের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা ইতোমধ্যে যোগাড় হয়ে গেছে। হয়তো ক্যান্সারের কাছ আর হার মানতে হবে না অর্ককে। এই প্রত্যাশাই তার স্বজন ও বন্ধুদের।

অর্কের জন্য কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ জোগাড় হওয়ায় আজ বুধবার থেকে অর্কের জন্য আর্থিক সহায়তা তোলা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: জাবি ছাত্র অর্ককে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

এছাড়া অর্কের বিকাশ অ্যাকউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করতে সকলকে অনুরোধ করেছেন অর্কের সহপাঠী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী শুভ সাহা।

আরো পড়ুন: ক্যান্সার আক্রান্ত অর্কের পাশে ছাত্রলীগ

বুধবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শুভ সাহা বলেন, এখন পর্যন্ত অর্কের চিকিৎসার জন্য সংগ্রহকৃত অর্থের পরিমাণ ৩১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা প্রায়। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ সংগ্রহ করেছে ১৪ লাখ ১৯ হাজার ৪০০ টাকার মত।

এছাড়া সুনামগঞ্জ জেলা সমিতি তথা অর্কের কল্লোল স্যার ও অর্কের নিজের অ্যাকাউন্টে জমা পড়েছে ১৭ লাখ ৫ হাজার টাকার মতো।

আরো পড়ুন: জাবি ছাত্র অর্ককে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে

অর্কের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে সকলকে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যা খরচ হবে তাও পর্যায়ক্রমে ইভেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য আমরা অর্কের বন্ধু, সিনিয়র, জুনিয়র সকলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হাফিজুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।