ক্যান্সার আক্রান্ত অর্কের পাশে ছাত্রলীগ


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

মরণব্যধি ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী সেন্টু রঞ্জন দাস অর্কের সাহায্যে হাত বাড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা তালুকদার (ডন)। তিনি তার নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহ করে যুক্তরাষ্ট্র থেকে অর্কের চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে শামসুজ্জোহা তালুকদারের পক্ষে তার ভাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তালুকদার অর্কের মায়ের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। অর্ক রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সম্পাদক আল-আমিন রহমান।

অর্কের চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর পরিবারের পক্ষে এতো বিশাল অংকের টাকা জোগাড় করা অসম্ভব। অর্থ সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই কাজ করছেন। এর মধ্যে প্রবাসী ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা তালুকদারের এই উদ্যোগ অন্যদেরও তার প্রতি সহযোগিতার হাত বাড়াতে নিঃসন্দেহে উৎসাহিত করবে।

অর্কের জন্য আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা-

বিকাশ নম্বর : ০১৯২১-৭২৯৩৯৯ (ব্যক্তিগত), ০১৭২২-৮৯৯৭১৫ (ব্যক্তিগত) এবং ০১৯২৮-৪০১২৬০ (ব্যক্তিগত)। এছাড়া ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্ট নম্বর- ০১৭৭৫-১৩১১৩১১।

অর্কের ব্যাংক অ্যাকাউন্ট- মো. আবদুল জলিল, সঞ্চয়ী হিসাব নং- ১৮৬.১০৫.৯২৩৬, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, নরসিংদী শাখা।

অর্ককে সহায়তা করতে তানজিল (৪১ তম ব্যাচ -ফার্মেসি) ০১৭২২-৮৯৯৭১৫, এবং আব্দুল জলিল (৪২তম ব্যাচ -ফার্মেসি) ০১৯২৯-৬৭৬৯৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

এফএইচ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।