সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে দেয়া হচ্ছে। এর মানে আমাদের অর্জিত শিক্ষার মূল্য কি ৩০ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ? ৩০ বছরের পর কি তাহলে আমাদের শিক্ষার আর কোনো মূল্য নেই?

সরকারকে হুমকি দিয়ে তারা বলেন, যদি ৩৮তম বিসিএসর বিজ্ঞপ্তি প্রকাশের আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা না হয় তাহলে আন্দোলন  করে দাবি মানতে সরকারকে বাধ্য করবো। কারণ আমাদের দাবি অত্যন্ত ন্যায় সঙ্গত এবং যৌক্তিক।

সাধারণ ছাত্র পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক লোকমান হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

এমএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।