ইবির পরিবহনে যোগ হলো নতুন চার গাড়ি


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ জুলাই ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়া করা পরিবহনের ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর পরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে নতুন চারটি গাড়ি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে নতুন গাড়ি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাহবুবর রহমান, প্রাধ্যাক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, গাড়ী ক্রয় কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কাজী আখতার হোসেন প্রমুখ।

ক্রয় কমিটি সূত্রে জানা যায়, ২ কোটি ২৮ লাখ ২২ হাজার ৫০০ টাকায় চারটি গাড়ি ক্রয় করা হয়। এর মধ্যে শিক্ষকদের জন্য দুইটি এসি মিনিবাস, কোষাধ্যক্ষের জন্য একটি জিপ এবং ইনস্টিটিউট অফ ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিচার্সের (আইআইইআর) জন্য একটি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে।

পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ আট বছর পরে এবারই নতুন কোনো গাড়ি ক্রয় করা হলো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩১টি নিজস্ব গাড়ির সঙ্গে আরও চারটি গাড়ি যুক্ত হয়েছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।