ইবির শিবির নিয়ন্ত্রিত দুই কক্ষে সিলগালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে শিবিরের দুটি কক্ষে সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি (৩১৭ ও ৩১৮) কক্ষ দুটি সিলগালা করে।
প্রক্টর এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার সাদ্দাম হলের বেশ কয়েকটি রুমে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের সিট বৈধ কিনা তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে তাদের নামগুলোও কাগজে লিখে নেয়া হয়।
এরপর ৩১৭ এবং ৩১৮ নং কক্ষে গিয়ে তালাবদ্ধ পান। ওই দুটি কক্ষের শিক্ষার্থীদের ফোন দেয়া হলে তাদের ফোনও বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ও হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে রুম দুটি সিলগালা করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান, হাউজ টিউটর নাসির উদ্দীন।
এ বিষয়ে সাদ্দাম হল প্রভোস্ট আশরাফুল আলম বলেন, তাৎক্ষণিকভাবে তাদের না পাওয়ায় কক্ষ দুটিতে সিলগালা করা হয়েছে। তারা ওই কক্ষের বৈধ শিক্ষার্থী হলে তালা খুলে দেয়া হবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আরআইপি