ইবিতে ভিসির ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য'র ব্যক্তিগত সচিবের মুক্তিযোদ্ধার সন্তানের সনদ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর ব্যক্তিগত সচিব রেজাউল করিম রেজার মুক্তিযোদ্ধার সন্তানের সনদ জাল অভিযোগে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের জেরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ এবং সদস্য সচিব হিসাব বিভাগের উপ-পরিচালক মো. সোরওয়ার্দী হোসেন। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন পেশ করার কথা বলা হয়েছে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এমএএস/জেআইএম