১৬ বছরেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি শরীয়তপুর সরকারি কলেজে
দীর্ঘ ১৬ বছর চলে গেলেও হয়নি শরীয়তপুর সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন। কবে নির্বাচন হবে তা জানেন না কলেজের শিক্ষার্থীরা। তাই দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের।
জানা যায়, ২০০১ সালে নাজমুল হক বাদল ভিপি, খলিল মোল্যা জিএস ও মাসুদ মাদবর এজিএস হিসেবে একবছরের জন্য ছাত্র সংসদ নির্বাচিত হন। এরপর ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অদ্যাবধি শরীয়তপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
৯ জুন ১৯৭৮ সালে স্থাপিত এবং ১ মার্চ ১৯৮০ সালে জাতীয়করণ হওয়া কলেজটি শরীয়তপুরের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অনার্স এবং মাস্টার্সে প্রায় আট হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। তাই কলেজ সংসদের নির্বাচনের প্রতি দৃষ্টি সকলের। ২০০২ সালের ছাত্র নেতাদের বিভিন্ন দ্বন্দ্বে ও কলেজ কর্তৃপক্ষের উদাসিনতার কারণে এতদিন কলেজটিতে নির্বাচন হয়নি।
শরীয়তপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষ (রাষ্ট্রবিজ্ঞান) শিক্ষার্থী মো. তারিকুল ইসলাম, বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর মাঝি ও অনার্স শেষ বর্ষ (বাংলা) শিক্ষার্থী রোকসানা আক্তার রিপা বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় আমরা এর বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত আছি। সেইসঙ্গে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে না।
কলেজের শিক্ষার্থীরা জানান, ক্ষমতাসীন দলের নেতৃবর্গ নিজেদের হাতের মুঠোয় ছাত্র-ছাত্রীদের রাখতেই ছাত্র সংসদ নির্বাচনের কোনো সদিচ্ছা প্রকাশ পায় না। কিন্তু ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র সমাজ, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্টসহ সবগুলো দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন চাচ্ছে।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর বলেন, আমরা বার বার জেলা ছাত্রলীগ ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কলেজ কর্তৃপক্ষের কাছে নির্বাচন দেয়ার জন্য বলেছি, তাদের কাছে গিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের নির্বাচন দেবে দেবে বলে জগন্নাথ দেখাচ্ছে। কলেজ সংবিধান অনুযায়ী দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, শরীয়তপুর সরকারি কলেজের কর্তৃপক্ষকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বার বার আমরা বলেছি ছাত্র সংসদ নির্বাচন দিতে। তারা বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন দেননি। আমরা ছাত্রদল ও ছাত্রলীগের সহাবস্থান চাই।
শরীয়তপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের আহ্বায়ক ড. এসএম মনির হোসেন বলেন, এই কলেজে নির্বাচিত ছাত্র সংসদ থাকলে আমরা অনুপ্রেরণা পেতাম। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়। তাই ছাত্র সংসদ নির্বাচনটা প্রয়োজন বলে মনে করেন তিনি।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও ছাত্র সংসদের সভাপতি প্রফেসর মো. মনোয়ার হোসেন বলেন, একটা কলেজের ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলেজর সহপাঠকর্মী কার্যক্রমসহ অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণের জন্য ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমি ২০১৬ সালে ২৩ মার্চ থেকে এই কলেজে অধ্যক্ষের দায়িত্বে আছি। আমি দায়িত্বে আসার পর কোনো পক্ষ আমার কাছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আসেনি। যদি তারা আসে তাহলে সে বিষয়টি কলেজ ছাত্র সংসদ সংবিধান অনুসারে আমি আমার করণীয় নির্ধারণ করব ও পদক্ষেপ গ্রহণ করব।
ছগির হোসেন/এফএ/এমএস