ফাজিল পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ১৪

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৮ আগস্ট ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সারাদেশের ২৯৩ কেন্দ্রে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু বলেন, প্রথম দিনেই সারাদেশে নকলসহ ধরা পড়ায় বহিষ্কার হয়েছেন ১৪ জন।

এর মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামে নয়জন এবং রংপুরে একজন। এবারের ফাজিল পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা যায়, দেশের ২৯৩ টি কেন্দ্রে ৬০ হাজার ৭৬৩ জন ছাত্র ও ৩০ হাজার ৮৮৪ জন ছাত্রী সর্বমোট ৯১ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এর মধ্যে ১ম বর্ষে ছাত্র ১ হাজার ৮৬৩ ও ছাত্রী ৯৩৬, দ্বিতীয় বর্ষে ছাত্র ৩৩ হাজার ৯৫২ ও ছাত্রী ১৬ হাজার ৬৭৩ এবং তৃতীয় বর্ষে ছাত্র ২৪ হাজার ৯৪৮ ও ছাত্রী ১৩ হাজার ২৭৫ জন। মঙ্গলবার (০৮ আগস্ট) এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।