প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ১০ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। স্নাতক (সম্মান) শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ পদক দেয়া হচ্ছে ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫ এবং ২০১৬ শিক্ষাবর্ষের পাঁচটি অনুষদের ১০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ২০১৫ সালের স্নাতক (সম্মান) শ্রেণির মনোনীত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন বিভাগের হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিমুল রায়, আইন ও শরিয়াহ অনষদভুক্ত আইন বিভাগের মোছা. রজবা খানম এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত পরিসখ্যান বিভাগের সুমন বিশ্বাস।
এছাড়া ২০১৬-এর মনোনীতরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদের অধীনে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিঠুন বৈরাগী, আইন ও শরীয়াহ অনুষদের অধীনে আইন বিভাগের সোহরাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগেরে সাইদ আহমেদ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে গণিত বিভাগের আব্দুল আলিম।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আমাদের কাছেও তালিকা এসেছে। তবে কবে এ পদক প্রদান করা হবে তা বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন থেকে বিস্তারিত জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমাদের যে সকল শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে তাদের জন্য শুভ কামনা। তারা বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর কাছে উপস্থাপন করছে। আশা করছি তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জাতির কল্যাণ করবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/আরআইপি