চবিতে 'সি' ইউনিটের পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৬ অক্টোবর ২০১৭

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন 'সি' ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এ বছর 'সি' ইউনিটে কোটাসহ ৭৫২টি আসনের বিপরীতে ইউনিটে ১৪ হাজার ৩১০টি আবেদন জমা পড়ে। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

আবদুল্লাহ রাকীব/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।