গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০১৭

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৪তম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেট সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, গ্রিনের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. পারভেজ আহমেদ, অ্যাকাউন্টস ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার উপস্থিত ছিলেন।

সভায় গ্রিন ইউনিভার্সিটিতে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগসহ অর্থ এবং শৃঙ্খলা কমিটির বিভিন্ন সুপারিশ অনুমোদন দেয়া হয়। এছাড়াও নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম স্থানান্তরের অগ্রগতি ও আগামী ১৭ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সিন্ডিকেট সদস্যরা বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ক্রমসমৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।