সিসি ক্যামেরার আওতায় বাকৃবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর ড. মো. আতিকুর রহমান খোকন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আজহারুল হক, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ্ আহমদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৬২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শাহীন সরদার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।