বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ভাঙায় ইবি কর্মচারী বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২১ মার্চ ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ রাস্তা তৈরি করায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। একইসঙ্গে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং সাত কার্যদিকসের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত হওয়া ওলীউল্লাহ বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অফিস সহকারী। তার বাসা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন প্রাচীর ঘেষা হওয়ায় নিজ পরিবার এবং তার বাসায় ভাড়া থাকা শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বারবার সীমানাপ্রাচীর ভেঙে রাস্তা তৈরি করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করে প্রাচীর মেরামত করে দিয়েছে।

সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে জানুয়ারি মাসের শুরুর দিকে প্রাচীর মেরামত করে কর্তৃপক্ষ। কিন্তু সমাবর্তন শেষ হওয়ার তিন-চার দিনের মাথায় আবারো প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করেন তিনি। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের জনাকীর্ণ এ অবৈধ পথটি ব্যবহার করে মাদক ও বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশ করে বিভিন্ন সময় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এছাড়া ওই কর্মচারী দীর্ঘ কয়েক বছর নিজ ভবনের ব্যবহৃত সকল বজ্র একটি ড্রেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করিয়ে পরিবেশ নষ্ট করে আসছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই পথটি বিভিন্ন অপতৎপরতার কাজে ব্যবহার হয়ে আসছে। প্রক্টরিয়াল বডি বারবার তাকে সতর্ক করার পরেও কর্ণপাত না করায় প্রক্টরিয়াল বডি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে সুপারিশ করে। বিধি অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, সুরক্ষিত ক্যাম্পাসকে অরক্ষিত করতে যেই চেষ্টা করুক তাকে ছাড় দেয়া হবে না।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।