স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় প্রভোস্ট অফিস লুটপাটে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৭ মার্চ ২০১৮

মহান স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের প্রভোস্ট অফিসের একটি কক্ষে লুটপাট চালিয়েছে ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে লালন শাহ হলে এ ঘটনা ঘটে।

প্রভোস্ট অফিস সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান গ্রুপের কর্মী শিহাবের নেতৃত্বে ৬-৭ জন নেতাকর্মী সকাল ১০টার দিকে প্রভোস্ট অফিসে যায়।

এ সময় হলের দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা জিল্লুর রহমানের অফিসে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা অফিসে থাকা রেজিস্ট্রার খাতা, ওয়াইফাইয়ের রাউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে।

এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় সভাপতি গ্রুপের কর্মীরা আমার অফিসের নথিপত্র ছিনিয়ে নেয়।

এ সময় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। খাবারের বণ্টনের কোনো অনিয়ম হয়নি এমন প্রমাণ দেখালেও তারা আমার কথা বিশ্বাস না করে এমন কাজ করেছে।

লালন শাহ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহযোগী অধ্যাপক তপন কুমার রায় জাগো নিউজকে বলেন, গতকাল একটি ছেলেও খাবার পায়নি এমন কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। একটি ভিত্তিহীন কথা বলে যে অপ্রিতীকর ঘটনা ঘটিয়েছে তা আমি সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

সভাপতি ভারতে অবস্থান করায় তার গ্রুপের অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ সজল জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে হলে শিক্ষার্থীদের রুমগুলোতে ওয়াইফাই সুবিধা নাই। অথচ হলের অফিস কক্ষে হাইস্পিড নেট সুবিধা। কিছু সাধারণ শিক্ষার্থী এ সমস্যা সমাধানে অফিস কক্ষে গিয়েছিল এমনটি শুনেছি। তবে কোনো অপ্রিতীকর ঘটনার তথ্য জানা নেই।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনে খোঁজখবর নিয়েছি। প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত করায় যারাই জড়িত থাকুক সভাপতি দেশে ফিরলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।