আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার সকাল ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিমনিসিয়ামের ইনডোরে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ৮৭-৬৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, গত ৪ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড.হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান প্রমুখ।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম