বিশ্বভারতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১০ এপ্রিল ২০১৮

কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।

৪০ মিনিটের এ প্রীতি ম্যাচে দুই দলই হাড্ডাহাড্ডি লড়ায়ের একপর্যায়ে খেলার শেষ মিনিটে জয়সূচক গোলটি করে ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড় রয়েল। আর তার গোলের সুবাদেই ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এ উপলক্ষে সোমবার সকালে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ক্যাম্পাসে আসেন। প্রতিনিধিদলের মধ্যে ছিল সাত জন ফ্যাক্লাটি মেম্বর, তিন জন রিসার্চার এবং ২২ জন খেলোয়াড়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে কলকাতার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

media

প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। এতে বিশেষ অতিথি ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক অধ্যাপক সাগরিকা বন্ধোপ্যাধায়।

ইবির ছাএ-উপদেষ্টা অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।