‘দুর্নীতি করব না, কাউকে করতে দেব না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী বলেছেন, আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এ বিশ্ববিদ্যালয়ে এসেছি মাথা উঁচু করে, যাবার সময় মাথা উঁচু করে বিদায় নিতে চাই।

সোমবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যোগ্য মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগে যোগ্যতাই প্রাধান্য পাবে। অচিরেই মযার্দাশীল প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয় দেশবাসীর কাছে পরিচিতি লাভ করবে। জ্ঞান চর্চার জন্য এটা হবে তীর্থস্থান।

প্রফেসর ড. রোস্তম আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষক নিয়োগ করা হবে। কারণ মেধাবী শিক্ষক ছাড়া একটি উন্নত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব নয়।

এ বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নতুন প্রকল্প অনুমোদনের চেষ্টা করছি। এটা হলে অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ সুবিধা বাড়বে। গবেষণা ও পড়ালেখার মান বৃদ্ধির জন্য অবসরপ্রাপ্ত প্রফেসরদের চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করা হবে। কারণ নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রফেসরদের আমরা স্থায়ীভাবে নিয়োগ দিতে পারছি না।

প্রফেসর ড. রোস্তম আলী বলেন, বিশ্ববিদ্যালয় গড়ার জন্য সাংবাদিকসহ পাবনাবাসীর সহযোগিতা চাই। মিডিয়ার মানুষরা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। ভুলত্রুটি ধরিয়ে দেবেন।

সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়েই দলাদলি বা কোন্দল রয়েছে। তারপরও এখানে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাল্টাপাল্টি জিডি প্রসঙ্গে উপাচার্য বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে এবং আশা করা যায় এটি দু-একদিনের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়রুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার পারভেজ খসরু, নবনিযুক্ত প্রক্টর ড. প্রীতম কুমার দাস, গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একে জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।