চবিতে ইফতার দোকানে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতাকর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের খোকন মিয়ার দোকানটি ভাঙচুর করা হয়। অভিযুক্তরা হলেন- চবি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম জিমেল।

দোকানের মালিক খোকন মিয়া জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম এসে কিছু ইফতার বানানোর অর্ডার দেন। আমাদের দুইজনের অর্ডারের কথা টেনে নিয়ে ছাত্রলীগের মিজানুর রহমান মিজানের আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে সে আমার বুকে পাথর মেরে হুমকি ধামকি দেয়। আমি আসরের নামাজের জন্য অজু করতে গেলে মিজান ও জিমেলসহ কয়েকজন এসে টেবিলে থাকা সব ইফতার সামগ্রী ফেলে দিয়ে যায়। এ সময় চেয়ার টেবিল সব উল্টে দেয়।

তিনি আরও বলেন, মিজান প্রায় সময় এসে এখানে বাকি খায়, টাকা দেয় না। প্রতিদিন এসে যত টাকা খায় তার চেয়ে কম টাকা দেয়। আমি তাতেও কিছু বলি না। প্রায় সময় ফ্রি খাওয়াই। আর রমজানে ইফতার খেতে এসে মিজান দোকানের ক্রেতাদের সামনে চিল্লাচিল্লি করে। আমি আজ এগুলো করতে বারণ করেছিলাম। তাই সে এসে দোকান ভাঙচুর করেছে।

দোকান ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে চবি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিজান জাগো নিউজকে বলেন, তার সঙ্গে সবার ঝামেলা। দোকানদার বারবার গায়ের ওপর এসে মারার চেষ্টা ও অশোভনীয় আচরণ করেছে। এরপর আমি চলে যাই। জুনিয়ররা কি করেছে আমি আর জানি না।

আবদুল্লাহ রাকীব/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।