ইবিতে ভর্তি পরীক্ষায় অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০১ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, অপেক্ষাকৃত মেধাবী শিক্ষার্থীদের ভর্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। এবারের পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৮টি থেকে ৪টি করা হয়েছে এবং দুই দিনে পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরণের দুরভিসন্ধিমূলক অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আামাদের অতিথি। তাদের সব রকমের নিরাপত্তা ও আতিথেয়তার দায়িত্বও আমাদের। তাই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে তাদের জন্য আমাদের সাধ্যের ভেতর সব রকম ব্যবস্থা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছি। যাতে কেউ নিরাপত্তাহীনতায় না ভোগে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের প্রবেশপথে অত্যাধুনিক আর্চওয়ে গেট স্থাপন করা হবে। উন্নত মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা করা হবে। প্রবেশপথের সামনে বিএনসিসি এবং রোভার স্কাউটস-এর চারটি হেল্প ডেস্ক থাকবে। যেখানে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বিনামূল্যে মোবাইল, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. আতাউল হকের পরিচালনায় মতবিনিমিয় সভায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সহ সভাপতি জুয়েল তনু, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দফতর সম্পাদক শাহাদাত তিমির, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাহফুজ মিশু, সাধারণ সম্পাদক ইমরান মুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৫ নভেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের বিপরীতে ২২ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে।

ফেরদাসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।