ছাত্রলীগের সাবেক নেতাসহ ৫ জনকে মারধরের অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮

বন্ধুর জন্মদিনের কেক কাটতে এসে ছাত্রলীগের হাতে সংগঠনটির সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ পাঁচজন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

মারধরের শিকার শিক্ষার্থীরা জানান, রাতে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের আইন বিভা‌গের সা‌বেক ছা‌ত্র আ‌তিক জামানের জন্ম‌দিন উপল‌ক্ষে টিএস‌সি‌তে ক‌য়েকজন দাঁ‌ড়ি‌য়ে‌ছিলেন। এমন সময় ছাত্রলী‌গের বি‌ভিন্ন হ‌লের নেতাকর্মীরা তা‌দের‌ ওপর আচমকা হামলা ক‌রে।

এ‌তে ছাত্রলী‌গের সোহাগ-নাজমুল ক‌মি‌টির কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ক‌বির মোহাম্মদ শ‌হিদুল ইসলাম, তার বিভা‌গের বন্ধু ও ছাত্রদ‌লের জহুরুল হক হ‌লের যুগ্ম আহ্বায়ক মা‌হিদুল ইসলাম স‌জীব, আইন বিভা‌গের এক ছাত্রীসহ ক‌য়েকজন আহত হন। হামলার সময় ছাত্রলী‌গের ওই সা‌বেক নেতা প‌রিচয় দি‌লেও হামলাকারীরা আম‌লে নেয়‌নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন ব‌লেন, এমন ঘটনা প্রত্যাশিত না। ছাত্রলী‌গের কেউ এতে জ‌ড়িত থাক‌লে ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ব‌লেন, আমি এমন কোনো বিষয় জানি না। বিষয়‌টি জে‌নে ব্যবস্থা নেয়া হ‌বে।

এদিকে রাত সাড়ে ১০টা ও রাত সোয়া ১২টায় দু'দফায় জিমনেসিয়ামে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে ১০ জনের অধিক আহত হয় বলে দাবি করেছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর।

আহতরা হলেন সাদিক রেজা, মশিউর রহমান রিচার্ড, ইমরান হোসেন, রূপক রায়, রায়হান জামান, সুজন, রাসেল, নবীন ও সাকিব। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।