মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ৮৭২ আসন শূন্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এখনও বিভিন্ন বিভাগে ৮৭২টি আসন শূন্য রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাডিমিক শাখা সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেধাতালিকা হতে ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপর শুরু হয় মাইগ্রেশনের (বিভাগ পরিবর্তন) কাজ। মেধাতালিকায় ভর্তির শেষে ৩৫টি বিভাগে মোট ২ হাজান ৩০৫টি আসনের মধ্যে এখনও ৮৭২টি আসন ফাঁকা রয়েছে।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, ৮৬৭টি শূন্য আসনের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৩১টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ১৫৬টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল দ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট ২৫৫টি শূন্য রয়েছে।

এদিকে মেধাতালিকা হতে ভর্তি পর আসন শূন্য থাকায় আগামী ১৫ ডিসেম্বর থেকে অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার শুরু হবে। মোট চার ইউনিটের মধ্যে ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর, এবং ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।