করোনায় আক্রান্ত জবির এক শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আইসিডিডিআরবি পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বর ও মাথা ব্যাথায় ভুগছিলেন ওই শিক্ষার্থী। গত সোমবার (৬ এপ্রিল ) রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন করলে তাকে আইসিডিডিআরবি এসে নিয়ে যায়। পরে মঙ্গলবার পরীক্ষা শেষে আইসিডিডিআরবি ওই শিক্ষার্থীর করোনাভাইরাস পজেটিভ শনাক্ত করেন।

এবিষয়ে প্রক্টর মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, আমরা অবগত হয়েছি। খোঁজ-খবর নিচ্ছি, আমরা পাশে থাকার চেষ্টা করব।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। তাকে আইসিডিডিআরবি আইসোলেসনে নিয়ে যাবে। পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তার পরিবার যেকোনো সহযোগিতার জন্য বললে আমরা প্রস্তুত আছি।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।