কর্মচারীদের বাসায় ইফতার পৌঁছে দিল সোশ্যাল সাইন্স ক্লাব

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাব। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারীদের সভবনে গিয়ে প্রত্যেকের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির সদস্যরা।

ইফতার সামগ্রী বিতরণকালে সোশ্যাল সাইন্স ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। করোনা সংকটের এই মুহূর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে।

ইফতার সামগ্রী বিতরণকালে ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

নাহিদ হাসান/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।