সপরিবারে করোনায় আক্রান্ত রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের বিষয়টি ডা. তবিবুর রহমান নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দিলে সোমবার (২০ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করাই। সেখানে আমিসহ আমার স্ত্রী ও দুই মেয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে রাজশাহীর চন্দ্রিমার বাসায় আইসোলেশনে আছি। এখন শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান এই ডাক্তার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, প্রধান চিকিৎসকের খোঁজ নিয়েছি। তিনি তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার দুই মেয়ে ডাক্তার, তারাও আক্রান্ত। তাছাড়া বাসার কাজের মেয়েটিও আক্রান্ত হয়েছে। বর্তমানে তাদের অবস্থা ভালো। সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।
সালমান শাকিল/আরএআর/পিআর