রাবি আইন বিভাগের নতুন সভাপতি ড. হাসিবুল আলম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

রোববার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় আইন বিভাগের ২৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিদায়ী ২৬তম সভাপতি অধ্যাপক ড. আব্দুল হান্নান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ড. হাসিবুল প্রধান বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একাডেমিক কর্মকাণ্ডের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করি’।

ড. প্রধান ১৯৯৮ সালের ২ আগস্ট আইন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালের ১৭ জুন প্রফেসর পদে উন্নীত হন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও লেখালেখির সাথে যুক্ত। তিনি বর্তমানে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭২ সালের ১ জুন পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা আলহাজ রফিজ উদ্দিন প্রধান এবং মাতা হাফিজা খাতুন প্রধান।

১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করার পর তিনি দীর্ঘদিন থেকে দেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাজনীতি নিয়ে দেশের জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় লেখালেখি করছেন।

এর আগে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি দৈনিক ‘আজকের কাগজ’-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১৯৯৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’য় একজন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসেবে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেন।

ঢাকা থেকে পলল প্রকাশনী তার লেখা ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে ২০১৪ সালের আগস্ট মাসে। ১৯৯৮ সালে ঢাকা থেকে সময় প্রকাশনী তার ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ খানের যৌথ সম্পাদনায় ‘জীবন্ত শহীদ মুক্তিযোদ্ধা মজিবর রহমান দেবদাস’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে।

সালমান শাকিল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।