করোনায় মারা গেলেন বুয়েটের সাবেক ভিসি সফিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক শফিউল্লাহ দায়িত্ব নিয়েছিলেন ২০০৬ সালের ৩০ আগস্ট। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

এদিকে এ এম এম সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এক শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বুয়েট এবং আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণ বিষয়ে এক্সপার্ট প্যানেলের প্রধান হিসেবে প্রকল্পের কাজে সহায়তা করেছিলেন।

স্থপতি ইয়াফেস ওসমান অধ্যাপক সফিউল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইএইচআর/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।