বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাবিপ্রবির নতুন উপাচার্যের শ্রদ্ধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০২ জুলাই ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এর আগে ৩০ জুন হাবিপ্রবির সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, হাবিপ্রবি আইন-২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক কামরুজ্জামানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। উপাচার্য হিসেবে তার মেয়াদ চার বছর। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন উপাচার্য এম কামরুজ্জামান ১৯৯৭ সালে চাকরিজীবনের শুরুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।